জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। একের পর এক সিনেমা দিয়ে পর্দা মাতাচ্ছেন তিনি। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা। চলতি বছরের ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। হাতে রয়েছে নতুন সিনেমা। অভিনয়ের পাশাপাশি মিম সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।
মন খারাপের একটি ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লেখেন, পরাণের ‘অনন্যা’ অথবা দামালের ‘হাসনা’র মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। তিনি আরও লেখেন, কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।
মিমের কথায় স্পষ্ট চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান তিনি। গৎবাধা কাজ করে সংখ্যা না বাড়িয়ে মানসম্মত এবং যে সব চরিত্রে চ্যালেঞ্জ আছে সে কাজগুলো করতে চান তিনি। প্রসঙ্গত, সম্প্রতি মিম নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে।
সিনোমটিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। সিনেমাটির পরিচালক ওয়াহিদ তারেক।