চুকনগর টু ভরত ভায়না পর্যন্ত সড়কের সন্ন্যাসগাছা ভাঙ্গা পুল হইতে গৌরীঘোনা বাজার হয়ে ভরত ভায়না বাজার পর্যন্ত সড়কের ৪ কিলোমিটার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পয়েছে। সড়কটির বেশির ভাগ স্থানে পিচ উঠে গর্তো সৃষ্টি হয়েছে। ঘটে চলছে অহরহ দুর্ঘটনা। খুলনা চুকনগর এই বাইপাস সড়ক দিয়ে প্রতিদিন খুলনা, দৌলতপুর, ফুলতলা, নওয়াপাড়া, বাগেরহাট নড়াইলসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাধারণ মানুষ ও পণ্যবাহী সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচল করে। তাছাড়া, খুলনা বিভাগের মধ্যে অন্যতম দর্শনীয় স্থান কেশবপুরের ভরত ভায়নায় ভরত রাজার দেউল থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এই সড়ক দিয়েই চলাচল করেন। অথচ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তের ভিতর হাঁটু পানি জমে থাকে। এতে সাধারণ মানুষ ও বিভিন্ন পরিবহনের চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হয়। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাদের যাতাযাত করতে হয়। চুকনগর সোলঘাতিয়া সকড়টি ৮ কিলোমিটার রাস্তা এর মধ্যে চার কিলোমিটার সংস্কার হয়েছে, কিন্তু বাকি চুকনগর থেকে ভরত ভায়না পর্যন্ত রাস্তাটি যানবাহন চলাচলের খুবই ঝুঁকিপুর্ণ,গৌরীঘোনা এলাকার মানুষের স্থানীয় সংসদ সদস্য জননেতা জনাব শাহীন চকবাজারের কাছে দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করে দেয়। গৌরীঘোনা ইউনিয়নের সাবেক মেম্বর সোলাইমান ফকির জানান, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে গত চার বছর আগে সড়কটি সংস্কার করা হয়। চুকনগর হতে সোলঘাতিয়া আট কিলোমিটার রাস্তা। তার মধ্যে ভরত ভায়না বাজার থেকে সোলঘাতিয়া ব্রিজ পর্যন্ত সংস্কার হয়েছে। কিন্তু চুকনগর থেকে ভরত ভায়না বাজারের আগ পর্যন্ত সংস্কার করা হয়নি। সংস্কার না করায় বড় বড় গর্ত ও পিচ উঠে চলাচলের বেহাল হয়ে গেছে। জনগুরুত্ব পূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করার অভাবে চুকনগর গৌরীঘোনা বাজার এলাকার মালামাল পরিবহন করতে চরম ভোগান্তি পেতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। দেশের দক্ষিণ অঞ্চলের বড় সবজি বাজার আঠারোমাইল ও চুকনগরে থাকায় এই সড়ক দিয়ে দেশের বিভাগীয় শহর খুলনাসহ বিভিন্ন অঞ্চলের মালামালবাহী পরিবহন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়ক বেহাল হওয়ার কারণে যানজটে ও দুর্ঘটনায় হাজার হাজার টাকার মালামাল নষ্ট হয়ে যায়। এতে ক্রেতা ও বিক্রেতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তটি দ্রুত সংস্কারের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগযোগ করছি।