চলতি বছরের প্রথমার্ধে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি পাকিস্তানি ভালো চাকরির খোঁজে নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। পাকিস্তানের সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজের পাকিস্তান সংস্করণ। গত বছর পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন নাজির আহমেদ নামের একজন তরুণ ব্যাংকার। তিনি বলেন, অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তাই আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমার সামনে আর কোনো বিকল্প ছিল না। আমার মতো যারা শুধু বেতনের ওপর নির্ভরশীল, তাদের পক্ষে দেশে টিকে থাকা প্রায় অসম্ভব। নাজির আহমেদের মতো এ রকম লাখ লাখ শিক্ষিত তরুণ গত বছর থেকে এ বছরের ছয় মাসের মধ্যে পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এর পেছনে একমাত্র কারণ হিসেবে তাঁরা বলছেন, অর্থনৈতিক সংকট থেকে বাঁচা।
পাকিস্তানের ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশে কাজের খোঁজে ৪ লাখ ৫০ হাজার ১১০ জন পাকিস্থান ত্যাগ করেছে। এর মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। ইমিগ্রেশন ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে বিদেশে পাড়ি জমানো ১২ হাজার ৭৮৭ জনকে উচ্চ ‘যোগ্যতাসম্পন্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এ ঘটনাকে ‘মেধা পাচার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৬ হাজার ৪০৫ জনকে ‘উচ্চ দক্ষতাসম্পন্ন’, ১ লাখ ৬৪ হাজার ১৫৫ জনকে ‘দক্ষ কর্মী’ এবং ১ লাখ ৯৮ হাজার জনকে ‘অদক্ষ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানিরা কাজের খোঁজে সবচেয়ে বেশি গিয়েছে সৌদি আরবে। দেশটিতে গত সাত মাসে ২ লাখ ৫ হাজার ৫১৫ জন পাড়ি দিয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ ২১ হাজার ৭৪৫ জন, ওমানে ৩৪ হাজার ১৪০ জন, কাতারে ৩৫ হাজার ৬৩৭ জন এ বাহরাইনে ৭ হাজার ৪৪১ জন চাকরির খোঁজে গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে মালয়েশিয়ায় ১৬ হাজার ১১৬ জন ও চীনে ৯৯০ জন পাড়ি দিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান, সাইপ্রাস, জার্মানি, যুক্তরাজ্য, গ্রীস, ইতালি এবং রোমানিয়াতেও অল্প সংখ্যক পাকিস্তানি কাজের খোঁজে গিয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন ব্যুরো।