• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
                               

কোহলির আরেকটি রেকর্ড

রিপোর্টারঃ / ১৯১ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিরাট কোহলি মাঠে নামা মানেই আলাদা একটা উত্তেজনা কাজ করে। ভারতীয় এই ব্যাটার সব সময় খবরের শিরোনামে থাকেন। এমনকি তার মাঠে নামাও কখনো রেকর্ড হয়। গতকাল সোমবার নিজেদের ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে নতুন এক নজির গড়েছেন কোহলি। রেকর্ডটি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গড়লেন কোহলি। এই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন তিনি। সাবেক ভারতীয় তথা আরসিবির অধিনায়ক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এই নজির গড়েছেন। নজিরটি গড়তে কোহলি টপকে গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে। আইপিএলে দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রায়নার টি-টোয়েন্টি ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে ১৭২টি ক্যাচ। আর পাঞ্জাব ম্যাচ শেষে কোহলির ঝুলিতে রয়েছে ১৭৪ টি ক্যাচ।
এদিন ম্যাচে দুটি ক্যাচ ধরেছেন সাবেক আরসিবি অধিনায়ক। পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টোর ক্যাচ ধরেছেন তিনি। তবে এদিন কোহলি, রায়নার নজির ভেঙেছেন জনি বেয়ারস্টোর ক্যাচটি ধরে। ঘটনাটি ঘটেছে ম্যাচের প্রথম ইনিংসে পাঞ্জাবের ব্যাটিংয়ের সময়ে। সেই সময়ে চলছিল তৃতীয় ওভারের খেলা। বল করছিলেন ভারতীয় তারকা মোহম্মদ সিরাজ। ওভারের প্রথম দুই বলে দুটি চার হাঁকান জনি বেয়ারস্টো। তৃতীয় বলে কামব্যাক করেন সিরাজ। এবার সিরাজকে মারতে গিয়ে বল জনি বেয়ারস্টোর ব্যাটের উপরের দিকে লাগে। ক্যাচ যায় মিড অন-কভার চত্বরের মাঝামাঝি অঞ্চলে। কাভার চত্বর থেকে দৌঁড়ে এসে এই ক্যাচ ধরেন বিরাট কোহলি।

এই ক্যাচ ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ফিল্ডারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরার নজির গড়েন বিরাট কোহলি। পাশাপাশি এদিন ব্যাট হাতেও দুরন্ত ছন্দে ছিলেন বিরাট। মাত্র ৪৯ বলে ৭৭ রানের একটি মারকাটারি ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। যার উপর দাঁড়িয়ে দিনের শেষে আরসিবির জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৭:১১)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৩৯
  • ৮৭
  • ৫৬৬
  • ১,৭০৫
  • ২৫,২৮৪
  • ৩৪,২৩৮