শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের মৃত বাক্কার গাজীর বিদেশ ফেরত মেয়ে ছদ্মনাম (জামিলা) (৩০) শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেছেন। গত ১৩ই জুলাই ২০২৩ তারিখ রাতে গনধর্ষনের শিকার হয়ে ১৪ জুলাই সকালে শ্যামনগর হাসপাতালে ভর্তি হয় জামিলা। শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ দিনেই সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে ফিরে এসে গত ১৭ জুলাই ভিকটিম শ্যামনগর থানায় এক এজহার দাখিল করেন।
এজহারে তিনি বলেন, তিনি বিদেশ থেকে বাড়ী ফেরার পথে ঢাকা টু শ্যামনগরের বাসে কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আ.লীগের ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের সাথে ভিকটিমের পরিচয় হয়। তখন রেজাউল করিম ভিকটিমকে চাকুরী দেয়ার সুযোগ দিয়ে সখ্যতা তৈরী করেন। এরপরে বিভিন্ন সময়ে ভিকটিমের সাথে রেজাউল করিমের সাথে কথা হয়। ঘটনার দিন চাকুরী দেয়ার ব্যাপারে কথা বলার জন্য ভিকটিমকে মোটর সাইকেলে তুলে নিয়ে মানিকখালী গ্রামের আবুল কালামের পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গিয়ে রেজাউল করিম সহ কয়েকজন ভিকটিমকে গণধর্ষণ করে। এ দিকে গণধর্ষণের শিকার যুবতি থানায় এজহার দেওয়ার পর থেকে বিভিন্ন অচেনা নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ইনচার্জ বলেন, ভিকটিমের এজহার পাওয়ার পরে শ্যামনগর থানায় ২৬ জুলাই ২০২৩ তারিখে ৩৬ নং মামলা হয়েছে ৷ আসামীদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম চলছে।