বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আ.লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, অধ্যাপক মছিহুর রহমান প্রমুখ।