ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে বেলা ১২টায় শুরু হয় এ কার্যক্রম। এর আগে, শনিবার মধ্যরাত থেকে নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাত প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, ইউটিউবার আশরাফুল হোসেন আলম।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে ঢাকা-১৭ নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।