রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে শুরুর দিকে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের পাওয়া যায়নি। পরবর্তী সময়ে কলাপসিবল গেট ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢোকেন। একদিকে যেমন পানির সংকট ছিল, অন্যদিকে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী ধোঁয়ার কারণে কিছুটা আহত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে।