এম আর ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক মানের একটি শিশু শিক্ষা বিদ্যাপিঠ। মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষা দানের পাশাপাশি নীতি-নৈতিকতা ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহজ পদ্ধতিতে আন্তর্জাতিক মানের পাঠদানের ব্যবস্থা এবং দূর্বলদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের সুব্যবস্থা। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এম আর ইন্টারন্যাশনাল স্কুলে কম খরচে মানসম্মত শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধ গড়ে তোলাসহ রয়েছে নৈতিক ও আধুনিক শিক্ষার অনুকূল পরিবেশ।
স্কুলের বৈশিষ্ট্য সমূহ:
ক্লাসরুম: এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটি ক্লাসরুম সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যা শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এবং অমনোযোগী শিক্ষার্র্থী জন্য রয়েছে বিশেষ ক্লাস। প্রতিটি শ্রেণিতে সীমিত আসন সংখ্যা রাখি, যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত মনোযোগ এবং যত্ন পায়।
শিক্ষক মণ্ডলী: প্রতিটি শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদানে আমাদের প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক মণ্ডলী প্রতিশ্রুতিবদ্ধ।
সহশিক্ষামূলক কার্যক্রম: বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো হয়।
স্মার্ট লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব: আমাদের লাইব্রেরি এবং অত্যাধুনিক কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নত করতে সহায়তা করে।
নিজস্ব পরিবহন ব্যবস্থা: আমাদের নিজস্ব পরিবহন সুবিধা রয়েছে যা শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতকে সহজ এবং নিরাপদ করে তোলে।
২০২৫ শিক্ষাবর্ষে শ্রেণিভিত্তিক আসন সংখ্যা
রাইজিং শ্রেণি: ৪০ জন
স্ট্যান্ডার্ড শ্রেণি: ২৫জন
স্ট্যান্ডার্ড-১ শ্রেণি: ২০ জন
স্ট্যান্ডার্ড-২ শ্রেণি: ২০ জন
স্ট্যান্ডার্ড-৩ শ্রেণি: ২০ জন
স্ট্যান্ডার্ড-৪ শ্রেণি: ২০ জন
স্ট্যান্ডার্ড-৫ শ্রেণি: ২০ জন
ভর্তি ফিস ও মাসিক বেতন:
- ভর্তি ফিস: ৬০০ টাকা
- মাসিক বেতন: ৩৫০ টাকা
- পরিবহন চার্জ: দূরত্ব অনুসারে নির্ধারণ করা হবে।
শিক্ষার্থী (বালক): ডিপ নেভী ব্লু প্যান্ট, দুই কাঁধে সোলডার বিশিষ্ট সাদা শার্ট, কালো সুজ, সাদা মোজা। V গলা লাল সোয়েটার।
শিক্ষার্থী (বালিকা): ডিপ নেভী ব্লু স্কার্ট, দুই কাঁধে সোলডার বিশিষ্ট সাদা শার্ট, কালো সুজ, সাদা মোজা। V গলা লাল সোয়েটার।
- সাপ্তাহিক ছুটি: প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে প্রতি শনিবার শিক্ষক প্রশিক্ষণ ও সাপ্তাহিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।
:: :: যোগাযোগের ঠিকানা :: ::
এম আর ইন্টারন্যাশনাল স্কুল
যশোর-সাতক্ষীরা সড়ক, মাধবকাটি, সাতক্ষীরা।
মোবাইল: ০১৭৭০ ৩৪৫০৪২
(সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত)
ইমেইল: mrint.school22@gmail.com