স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ৩-২ গোলে ম্যাচটি জিতে ইউরোর মূল পর্ব নিশ্চিত করলো পর্তুগাল। ম্যাচ শেষে সিআরসেভেন জানালেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ভাবনা নেই তার। ব্রুনো ফের্নান্দেসের ক্রস ধরে গনসালো রামোসের হেডে এগিয়ে যায় পর্তুগাল। রোনালদোর পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়া ডেভিড হ্যানকোর গোলে ব্যবধান কমালেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। দেশের হয়ে আরেকবার ঝলক দেখিয়ে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক অবসরের পরিকল্পনা তার নেই। আগামী বছর ইউরো খেলতে চান তিনি। রোনালদো বলেছেন, ‘আমি আশা করি ইউরো ২০২৪ এ খেলবো। এখনও অনেক সময় বাকি। আশা করি কোনো সমস্যা বা ইনজুরিতে পড়বো না। আমি খেলতে আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘আগেভাগে পর্তুগাল ছাড়লেও এটাই আমার বাড়ি থাকবে। পর্তুগালের র প্রতিটি স্টেডিয়ামে তারা আমাকে সমর্থন দেয়। আমাদের যে অভ্যর্থনা জানায় তাতে সবাইকে অভিনন্দন জানাই। ইউরোতে ওঠার কৃতিত্ব তাদেরও।’