দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দেশজুড়ে প্রার্থীদের মাঝে ব্যস্ততা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। এই কার্যক্রমকে কেন্দ্র করে সারাদেশের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের ভিড় জমেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। শেষ সময়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। শেষ দিনে রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে, মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি। চট্টগ্রাম ৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম ১০ আসনের মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম ১৬ বাশখালী আসনের মোস্তাফিজুর রহমান সহ বেশ কয়েকজন এদিন মনোনয়নপত্র জমা দেন।
দিনাজপুর-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহম্দু চৌধুরী। রাজশাহী-৫ আসনে নৌকার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন, সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন সুনামগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান, সুনামগঞ্জ ১ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এবং সুনামগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক।
ভোলা ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। নীলফামারী-৩ আসনে দ্বিতীয় বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। এছাড়া শেষ দিনে দেশজুড়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।