উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০টায় দেবহাটার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যক্ষ মো. আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা তাবাসসুম অন্তরা। দুই শতাধিক নারী শিক্ষার্থী এ সমাবেশে অংশগ্রহণ করেন।