ওয়েস্ট ইন্ডিজ : ১৪৯/৬ (২০.০ ওভারে)
ভারত : ১৪৫/৯ (২০.০ ওভারে)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।
ত্রিনিদাদের তারুবা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে সিরিজ জয়ের উৎসব করেছে ভারত। তবে এতো বড় জয়েও উজ্জীবিত ভারতকে দেখা যায়নি বৃহস্পতিবার। সেই একই ভেন্যুতে ৪ রানে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত।
সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে শেষ ওভারে ১০ রানের লক্ষ্যটা মোটেও বড় নয়। তবে ২০তম ওভারে রোমেরো শেফার্ডের প্রথম ডেলিভারিটি ইয়র্কার হওয়ায় কুলদ্বীপ যাদব হয়েছেন বোল্ড। ওই ওভারের ৫ম বলে আর্শদ্বীপ সিং রান আউটে কাটা পড়লে হার মানতে বাধ্য হয় ভারত।
টসে জিতে ওপেনার ব্রান্ডন কিং (১৯ বলে ২৮), নিকোলাস পুরান (৩৪ বলে ৪১), রোভমন পাওয়েল (৩২ বলে ৪৮)-এর ব্যাটিংয়ে ১৪৯/৬ স্কোর করে ওয়েস্ট ইন্ডিজ। ৪র্থ উইকেট জুটির ৪০ বলে ৪২, ৫ম উইকেট জুটির ২৪ বলে ৩৮ রানে মাঝারিমানের স্কোর করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত বোলারদের মধ্যে লেগ স্পিনার যুগভেন্দ্র চাহাল (২/২৪) এবং পেসার আর্শদ্বীপ সিং (২/৩১) ২টি করে উইকেট পেয়েছেন।
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লে’র স্কোরে (৪৫/২) আশান্বিত ছিল ভারত। অভিষিক্ত তিলক ভার্মা ২২ বলে ৩৯ রান করে লড়েছেন প্রানান্ত। তবে তিন টপ অর্ডার ইশান কিষান (৯ বলে ৬), শুভমন গিল (৯ বলে ৩) এবং সূর্যকুমারের (২১ বলে ২১) ব্যাটিংটা হতাশ করেছে ভারতকে।
শেষ পাওয়ার প্লে-তে ভারত পড়েছে চাপে। জেসন হোল্ডার (৪-০-১৯-২) এবং আকিল হোসেইন (৪-০-১৭-১) দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন।