সামাজিক মাধ্যমে চোখ ঝলসানো ছবি পোস্ট করে ‘কটাক্ষের শিকার’ হয়েছেন বিশ্বসুন্দরী ও ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবিতে ‘ফটোশপ করা হয়েছে’, এমন অভিযোগ তুলে নিন্দামন্দ করেছেন ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ঐশ্বরিয়া শুক্রবার মুম্বাইয়ের ‘গেটওয়ে ওফ ইন্ডিয়া’র সামনে এক ইভেন্টে হাজির হয়েছিলেন। তার পরনে ছিল ডিপ নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতো দিয়ে ফুলের বুনোট।
অনুষ্ঠানের বেশ কিছু ছবি অভিষেকপত্নী ইনস্টাগ্রামে শেয়ার করেন। আর তারপরই প্রশংসার পাশাপাশি ধেয়ে আসে কটাক্ষ।
প্রথমেই চোখে পড়ে অভিষেকের লাল হৃদয় ইমোজির কমেন্ট। ডিজাইনার মণীশ মলহোত্রাও বড় লাল হৃদয় দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান। তিনিই ঐশ্বরিয়ার এই কালো গাউনটির ডিজাইন করেছেন। ভক্তদের অনেকেই তাকে ছবির নীচে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর নারীর’ খেতাব দিয়েছেন। তবে প্রশংসার পাশাপাশি গঞ্জনাও কম শোনেনি অভিনেত্রীকে। কারণ, ছবি দেখে নেটিজেনদের একাংশের ধরেই নিয়েছেন, ফটোশপ ও এয়ারব্রাশে এডিট করে ছবিগুলো রোগা ও নিঁখুত বানানো হয়েছে। আর তাতেই চটেছেন তারা। একজন কমেন্ট করেছেন, “একাধিক স্তরে এয়ারব্রাশ করা হয়েছে। এটা তার ফিগার বা মুখ কোনোটাই নয়। বয়সের সঙ্গে ওজন বাড়াটাকে কেন মানুষ ইতিবাচকভাবে নেয় না? তার মতো শিক্ষিত মহিলার থেকে এটা আশা করা যায় না।”
আরেকজন লিখেছেন “ছবি অনেক বেশি ফোটোশপড। আপনি যেমন, তেমনভাবেই নিজেকে গ্রহণ করার চেষ্টা করুন।”
তৃতীয় জন মন্তব্য করেছেন, “আশা করি সব ছবিতে এরকম অতিমাত্রায় ফোটোশপ ব্যবহার করবেন না আপনি। এমনিতেই আপনি সুন্দরী। প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার আপনার অন্তত পরে না। এরকম করলে আপনার থেকে ভুল শিক্ষা পাবে অল্প বয়সীরা।” সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত হয়েও ‘বাড়তি ওজন’ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে ঐশ্বরিয়াকে। লরিয়াল প্যারিসের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। সর্বশেষ ঐশ্বরিয়াকে মণি রত্নমের ম্যাগনাম অপাস ‘পোনিয়িন সেলভান ২’-তে দেখা গিয়েছে। যা ২০২২ সালের সিনেমার সিক্যুয়েল ছিল। দুই পর্বেই প্রশংসিত হন অভিনেত্রী।