ইনজুরির কারণে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানা। শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে গড়েন থিকশানা। বিশ^কাপের আগে থিকশানা সুস্থ হয়ে উঠবেন বলে জানান শানাকা। ফাইনালের আগে সাংবাদিকদের শানাকা বলেন, ‘গ্রেড-৩ এর ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারবেন না থিকশানা। কিন্তু বিশ্বকাপে খেলবেন তিনি।’ পেসার মাথিশা পাথিরানা এবং স্পিনার দুনিথ ওয়েলালাগের সাথে তারুণ্য নির্ভর বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় টুর্নামেন্টে এ পর্যন্ত ৮ উইকেট শিকার করা থিকশানা। শ্রীলংকা ক্রিকেট জানিয়েছে, থিকশানার জায়গায় দলে যোগ দিয়েছেন টপ অর্ডার ব্যাটার সাহান আরাচিগে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন থিকশানা। পাকিস্তানের সাথে যৌথভাবে এশিয়া কাপের আয়োজক শ্রীলংকা আন্ডারডগ হিসেবে শুরু করে। তবে ১১তম ফাইনাল খেলা লংকানদের চোখ সপ্তম শিরোপায়। বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে সুপার ফোরে উঠে শ্রীলংকা। সুপার ফোরে ভারতের কাছে হেরে যাবার পরও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ফাইনালে উঠে লংকানরা। শানাকা বলেন, ‘ছেলেরা সত্যিই দেশের জন্য উজার করে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা আন্ডারডগ ছিলাম। এজন্য সকলেই বড় মঞ্চে পারফর্ম করতে চায়। নিজেদের সামর্থ্য বিশ^বাসীকে দেখতেহবে এই তরুণদের।’