তথ্য অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের মৃত্যু আমিউদ্দীন শেখ ছেলে কওসার শেখ ইউনিয়ন বিএনপির এক জন সমর্থক। আলিপুর ইউনিয়ন বিএনপির ২০১৩ সালে ১৮ এপ্রিল গঠিত কমিটির ৪৩ নং সদস্য পদ টি লাভ করে। বিএনপির কমিটিতে তার নাম থাকলে কোন দিন বিএনপির কোনো কার্যক্রমে তাকে দেখা যাইনি। এক কথায় বর্তমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি কখনো অংশ গ্রহণ করেননি। উল্টো বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও নীতি কে তিনি ঘৃণা করেন। ইতিমধ্যে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় বিএনপির কমিটি থেকে নিজের নামটি কাটানোর সব ব্যবস্থা করে ফেলেছে। এবং ভবিষ্যতে আর রাজনীতির নামে নাশকতাকারী দল বিএনপিকে সামর্থ্য করবে না বলে ঘোষণা দিয়েছেন। দেশের এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য একজন নাগরিক হিসেবে সরকার কে যতটা সহযোগিতা প্রয়োজন তিনি সেটা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ ব্যাপারে কওসার শেখের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, আমি এক সময় বিএনপিকে ভালো বেসে ঐ দল করতাম কিন্তু আমি কখনো বর্তমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করিনি। তাছাড়া বিএনপি জামায়াতের নাশকতা মূলক কর্মকান্ডকে ঘৃণা করে উক্ত দল থেকে অব্যাহতি পাওয়ার জন্য ইতিমধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেছি। এবং আমি সিন্ধান্ত গ্রহন করেছি আর কখনো বিএনপি নামক রাজনৈতিক দল কে সামর্থ্য করবো না। বাকি জীবন টা বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একজন নাগরিক হিসেবে আমি আমার সাধ্য মত সহযোগিতা করবো।