ড. মুহাম্মদ ইউনূফ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি কে মামলা প্রত্যাহার করার? তিনি বলেন, আমাদের দেশেতো আমরা চলমান মামলা নিয়ে আমরা আলোচনাও করি না। কারণ এটা সাবজুডিস। যেখানে এটা সাবজুডিস হিসেবে নিজের দেশেই বন্ধ করা হয়, সেখানে বাইরে থেকে বিবৃতি এনে মামলা প্রত্যাহার করতে বলা হয়। এখানে আমি কে মামলা প্রত্যাহার করার? মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার খুব অবাক লাগছে যে ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকত যে তিনি কোন অপরাধ করেননি তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমাদের দেশের সবকিছু আইনমত চলে।
তিনি বলেন, কেউ যদি ট্যাক্স না দেয় এবং শ্রমিকের অর্থ আত্মসাৎ করে, আর শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয় তাহলে আমাদের কি সেই হাত আছে যে মামলা বন্ধ করে দিব? আপনারাই বিচার করেন।