হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য হতে পারে না। এমন চাপ নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে আফগানিস্তান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন গুরবাজ। তাকে লেগ বিফরের ফাঁদে ফেলেছেন শরিফুল ইসলাম। আফগানিস্তান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১ রান করে শরিফুলের বলে লেগ বিফোর হয়েছেন। এর আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ রান তোলার পথে বাংলাদেশের দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। মেক শিফট ওপেনার মেহেদী মিরাজ ১১২ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। নাজমুল শান্ত চারে নেমে খেলেছেন ১০৪ রানের ইনিংস।