সমাজমাধ্যমে তার পোস্ট করা কোনও ছবি ঘিরে ভালো-মন্দ দু’রকমেরই মন্তব্য চোখে পড়ে। কিন্তু ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন সিনেমার মন্তব্য বাক্স শুভেচ্ছায় ভরে উঠেছে। কারণ তিনি যে সিনেমাটি পোস্ট করেছেন, সেটি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটু ভুল হল। সিনেমাতে হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। সেই লুকই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ (মুজিব: দ্য মেকিং অফ আ নেশন) সিনেমাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জীবনীচিত্রে তার কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। অন্যদিকে, সিনেমাতে বঙ্গবন্ধুর চরিত্রে রয়েছেন অভিনেতা আরিফিন শুভ। হাসিনার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কী রকম? জানালেন ফারিয়া। নাম ঘোষণার পর থেকেই বাংলাদেশ-সহ ওপার বাংলায় এই সিনেমা নিয়ে কৌতূহল দানা বাঁধে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমার শুটিং শুরু হয় ২০২১ সালে। ফারিয়া সমাজমাধ্যমে যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তার পরনে রয়েছে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। গলায় সোনার গয়না এবং হাতে একটি লাল গোলাপ।
ছবির ক্যাপশনে লিখেছেন, তার বিয়ের সময়ে। এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কী রকম? ফারিয়া বললেন, প্রথম প্রস্তাব আসা থেকে শুরু করে এখনও পর্যন্ত খুব সুন্দর একটা সফর শেষ করলাম। সকলে এত পরিশ্রম করে সিনেমাটা তৈরি করেছেন। সেটা এবার মুক্তি পাচ্ছে, ভেবেই আমার ভালো লাগছে।
বায়োপিক বলেই সেখানে চরিত্রের আধিক্য। কিন্তু শেখ হাসিনার চরিত্রে সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি ফারিয়া। তার কথায়, জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগেও কেউ কখনও পর্দায় তার চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবে কি না সেটাও জানি না। স্বয়ং নিজের দেশের প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করে ফারিয়া উচ্ছ্বসিত। বললেন, আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনও দিন অভিনয় না করি, তা হলেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ অর্জন করেছি সেটাই আমার কাছে পরম প্রাপ্তি।
তিনি যে হাসিনার চরিত্রে অভিনয় করেছেন, সে কথা স্বয়ং হাসিনাও জানেন। এই নিয়ে এক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছিল ফারিয়ার। হাসিনা কি তাকে কোনও টিপস দিয়েছিলেন?
ফারিয়া হেসে বললেন, উনি আমাকে কনফিডেন্ট থাকতে বলেছিলেন। আর বলেছিলেন আমার মতো করে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। সিনেমাটি আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা।