অভয়নগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরিচালিত এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে অভয়নগরের স্টাডি সেন্টার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসএসসি প্রোগ্রামের টিউটর নূরুন নাহার সোনিয়া, নাজমুন নাহার সুমা, শামীম আরা খানম, এসএম ইমরান হোসেন ও শেখ মো: গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন টিউটর এসএম এমদাদ হোসেন ও মোহাম্মদ আবুল হাসান। বই বিতরণ শেষে এসএসসি প্রোগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম ও ২য় বর্ষে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।